Ritu Kobita Poem By Nabaneeta Dev Sen - ঋতু - নবনীতা দেবসেন

Ritu Kobita Poem By Nabaneeta Dev Sen

তােমাকে জড়াতে চাই ঋতুর কৌতুকে,
এ-কোলে ও-কোলে তুলে রাখি,
খানিক বিভ্রান্ত হও, সন্দিহান সুখে
তবুও, পুরােটা নয় ফাঁকি।
কপট পাশার জুড়ি না-হয় হ'লেই,
খেলুড়ি তুমি কি কিছু কম ?
কৌশল তােমারও জানা, কেবল যা নেই
তা হলাে, আমার সংযম।
যখন সংসারে ভাের পাখির কূজনে
তখন ঘরের দোর খুলে
না-হয় ভেসেই গেলাে আবর্তে দু'জনে
মন্দির, ক্ষেতের কথা ভুলে !
তবুও আকাশে বর্ষা, সমুদ্রে ও মাঠে
ভাবনুষঙ্গের দায় ঋতুর চৌকাঠে।

More Bengali Poems Collection
1.প্রেমপর্ব - শ্রীজাত র কবিতা
2.বন্দী - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেমের কবিতা)
3.আদি-অন্ত - নবনীতা দেবসেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ