728×90 ad

সম্ভবত সে কারণে - মন্দাক্রান্তা সেন


 এইসব মুহূর্তেরা এত তীব্র, আমি ভাল নেই ভাল নেই
 এ মুহূর্তে, যতক্ষণ তুমি আশেপাশে
 ছড়িয়ে রেখেছ হাসি, দৃষ্টিসােনা, তােমার নিঃশ্বাসে 
 ছাতিমের চেনা বাস, সম্ভবত সেই কারণেই...

 সম্ভবত সেইজন্য উঠে আসি ভীত পরিত্যাগে
 কবিতার খাতা ছেড়ে, তােমার মায়াবী শব্দময় 
 তীরগুলি এইবার বিধে যেতে পারে মনে হয়
 আরও কত মনােহর তীর আছে ঐ কাঁধব্যাগে ?

 ছড়িয়ে রেখেছ চুল কপালের কাছে অগােছালাে,
 এ কেমন বদভ্যাস সহজেই মথিত হবার
 অপূর্ব! অসাধারণ! একই কথা বললে কতবার 
 এ সমস্ত ভাল নয়। সম্ভবত সে-কারণে ভাল...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ