প্রেম আসে, বুকের পাথর সরে যায়,
প্রেম যায়, বুকের পাথর ভিড় করে।
পৃথিবী যে কারাে কারাে কাছে
খুব সুন্দর জায়গা, তাতাে তুমি বুঝে উঠতে পারাে।
একটানা অন্ধকারে চোখ রেখে দিলে
মাঝে মাঝে দু'একটি আকার উঠে আসে।
একটি তরুণী আজ মাঝরাতে একলা বাড়িতে রয়েছে।
বেণী বাঁধবার ছলে, সমস্ত আয়নার দিকে তাকিয়ে রয়েছে।
কে দিয়েছে তার বুকে ঢেউ, কে তার নয়নে
আলাে জ্বেলে দিলাে ?
এ-ই প্রেম, এই শুধু আড়ালে আড়ালে
কাজ করে ; সময় ফুরােলে, খসে পড়ে।
পাথরখণ্ডগুলাে আস্তে আস্তে সরে যায়,
স্রোত পালটিয়ে গেলে ফের ফিরে আসে।।
প্রেম যায়, বুকের পাথর ভিড় করে।
পৃথিবী যে কারাে কারাে কাছে
খুব সুন্দর জায়গা, তাতাে তুমি বুঝে উঠতে পারাে।
একটানা অন্ধকারে চোখ রেখে দিলে
মাঝে মাঝে দু'একটি আকার উঠে আসে।
একটি তরুণী আজ মাঝরাতে একলা বাড়িতে রয়েছে।
বেণী বাঁধবার ছলে, সমস্ত আয়নার দিকে তাকিয়ে রয়েছে।
কে দিয়েছে তার বুকে ঢেউ, কে তার নয়নে
আলাে জ্বেলে দিলাে ?
এ-ই প্রেম, এই শুধু আড়ালে আড়ালে
কাজ করে ; সময় ফুরােলে, খসে পড়ে।
পাথরখণ্ডগুলাে আস্তে আস্তে সরে যায়,
স্রোত পালটিয়ে গেলে ফের ফিরে আসে।।
আপনার পছন্দ হতে পারে এমন কিছু কবিতা
0 মন্তব্যসমূহ