Somudro Bilash Kobita Taslima Nasrin : সমুদ্র বিলাস – তসলিমা নাসরিন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

সমুদ্র বিলাস ১

ওই তাে ফেনায়ে ওঠে, শরীর ভাসায়ে নেয় জোয়ারের ঢেউ
এর নাম ভালবাসা, আমি তাকে নেশা বলি, তীব্র তৃষ্ণা বলি।

হৃদয় ভাসায়ে নেয়, জীবন ভাসায়ে নেয় মােহন ঘাতক
আয় আয় ডাকে আয়, সর্বনাশ তবু ডাকে আয় আয় আয়
এর নাম ভালবাসা, আমি তাকে সুখ বলি, স্বপ্ন বলে ডাকি।

সমুদ্র বিলাস ২

সূর্যাস্ত দেখব চলাে, দাৰ্চিনি চা খাব ওই সমুদ্র কিনারে
ঝিনুক কুমারী আমি, হাওয়ায় দুদ্দাড় ওড়ে সােমত্ত আঁচল
সােনালি গােড়ালি বেয়ে রুপােজল উঠে করে উরুতে চুম্বন।
মৈথুনে সম্মতি দেব, রমণীয় অঙ্গ খুলে হৃদয় ভেজাব।

রূপচাঁদা মাছ খাব, রূপের ঝিলিক দেহে রূপচাঁদা মাছ –
সূর্যাস্ত দেখব চলাে, দাৰ্চিনি চা খাব ওই সমুদ্র কিনারে।

সমুদ্র বিলাস ৩

দারুচিনি চায়ে ঠোঁট, বাঁপাশে সমুদ্র ডাকে আয় আয় আয়
উত্তুঙ্গ হাওয়া এসে উলোক ঝুলােক করে মেহগিনি শাড়ি
জোয়ারের বেলা শেষ, ভাটার টানে বা যদি নিরুদ্দেশে যাই
বাদামি শরীর যদি নিমেষে হারায় কোনও পাতালপুরীতে
চাদ্দিকে নিঃশব্দ কাঁপে, ঝাড়বাতি আধাে আলাে, পায়েতে রুপাের
শিয়রে সােনার কাঠি রাজকন্যা ঘুম যায় জাদুর পালঙ্ক

নােনাজলে ঠোঁট রেখে উপচে পড়েছে দেখি আকাশে পূর্ণিমা
শরীরে উল্লাস নাচে, কাঁচা অঘ্রানের স্বাদ তুফান নামায়
ঘুম আয় ঘুম আয় হৃদয়ে সমুদ্র ডাকে আয় আয় আয়
শিয়রে সােনার কাঠি রাজকন্যা ঘুম যায় জাদুর পালঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)