Nabaneeta Dev Sen Poems Kokhono Valobasa - কখনাে ভালােবাসা - নবনীতা দেবসেন

Nabaneeta Dev Sen Poems Kokhono Valobasa

ডাকলে আসে। পােষা কাকাতুয়ার মতাে
আঙুলে এসে বসে। ফরফরায় ।
ঘাড় দুলিয়ে, পলখ ফুলিয়ে, ঝুঁটি নাচিয়ে
বুলি কপচায়। মন-রাখা বোল পড়ে
আমার ধবধবে পাখি, আমার মন-রাখা
যত বুলি, যত শেখানাে-পড়ানাে বুলি,
আমার কানে মধু ঢালে।
তারপর আড়ালে
একা
দাঁড়ে বসে-ব'সে
নিজের মনে-মনে
আমার ধবধবে পােষ পাখি
ঝকঝকে শেকল বাজিয়ে অট্টহাসে
আর মহাশূন্যে
      পালখ খশায়।

More Bengali Poems Collection
1.টিউটোরিয়াল কবিতা - জয় গোস্বামী
2.রথের মেলায় - নবনীতা দেবসেন
3.মনে থাকবে? - আরণ্যক বসু বাংলা প্রেমের কবিতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ