Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Swagoto Kobita By Nabaneeta Dev Sen : স্বগত – নবনীতা দেবসেনের বাংলা কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Swagoto Kobita By Nabaneeta Dev Sen

সেতুগুলো ভেঙে যাচ্ছে ?
নাকি ভেঙে ফেলেছি নিজেই ?
চোখের মণিতে কিছু সংক্রামক অসুখ করেছে ?
সাক্ষাতে কাছের লােকও অকস্মাৎ
দূর হয়ে যায়। বড়ো অস্পষ্ট দেখায়।

আমি কি বিদেশে আছি ?
অথবা কি আমিই বিদেশ ?
তােমরা কি সেতু ভেঙে
নৌকো পুড়িয়ে দিয়ে আদিগন্ত দেশে ফিরে গেলে?
নাকি দূর প্রবাসে বেরুলে?

চোখের মণিতে কিছু অসুখ করেছে-
নাকি বুকেরই গহনে সেই রােগ ?
পৃথিবীর কী-যেন হয়েছে-
প্রতিদিন ঘুচে যায় অভ্যস্ত প্রভেদ
বাসা, ও প্রবাসে ।
অবিরল, বাঁচা, না-বাঁচায় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)