ইতরের দেশ – নবারুণ ভট্টাচার্য
আমি একটা ইতরের দেশে বাস করি
এখানে বণিকেরা
লেখকদের উদ্বাবন করে,
এবং লেখকরা উদ্ভাবিত হয়।
আমি একটা ইতরের দেশে থাকি
যে দেশের বুদ্ধিজীবী-অধ্যুষিত সরকার
শীতের ইথারের মধ্যে
গরীব মানুষের ঘর ভেঙে দেয়।
আমি একটা ইতরের দেশে থাকি
যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবেতে
কবিরা গরু হয়ে যায়,
উল্টোটাও যে হয়না এমন বলা যায় না।
আমার ভাগ্য আমি নিজের হাতেই ভেঙেছি,
তাই বাতিল স্টীমরোলারদের কাছে বসে থাকি,
বসে থাকি আর,
নতুন কাল্পনিক রাস্তা বানাবার গল্প শুনি।