স্বপ্নের সুযােগে তুমি দিয়েছিলে সবকিছু – বিনয় মজুমদার
স্বপ্নের সুযােগে তুমি দিয়েছিলে সবকিছু -সব সমাজবন্ধের উর্ধে তােমাকেই অনুভব করে প্রিয় বাষ্পময় রূপে নিজেকে করেছি অনুভব, আবার বিশাল রৌদ্রে মনোলীনা হয়ে গেছাে ভােরে। এই যে মুহূর্ত, এই কাব্য, গীতি অমেয় তৃষ্ণার অমেয় আকাঙক্ষা থেকে কত দিন কত কাল ব্যাপী…