Sashoker proti Joy Goswami শাসকের প্রতি কবিতা জয় গোস্বামী
আপনি যা বলবেন আমি ঠিক তাই করব তাই খাব তাই পরব তাই গায়ে মেখে বেড়াতে যাব কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকব সারা রাত তাই থাকব পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে…
আপনি যা বলবেন আমি ঠিক তাই করব তাই খাব তাই পরব তাই গায়ে মেখে বেড়াতে যাব কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকব সারা রাত তাই থাকব পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে…
১. বকুল শাখা পারুল শাখা তাকাও কেন আমার দিকে? মিথ্যে জীবন কাটলো আমার ছাই লিখে আর ভস্ম লিখে – কী ক’রে আজ আবীর দেবো তোমাদের ওই বান্ধবীকে ! ২. শান্ত ব’লে জানতে আমায় ? কলঙ্কহীন, শুদ্ধ…
আসলে সে ছিল মৌমাছিবর্গের। যাকে অবুঝ কিরাত হঠাৎ আহত করে নিয়ে এল অজ্ঞান রাত্রির তলায়, খড়ের শয্যা পেতে তার দেহ থেকে তির ধীরে তুলে নিল যেই ভেসে উঠলো কম্পিত, বিরাট আফ্রিকা, শীতের রাত্রি, ঘুমন্ত মাস্তুল, দীর্ঘ ডেক…. তারো আগে…
বৃদ্ধা বললেন : ‘আমার এক ছেলে গেছে, আর-এক ছেলেকে নিয়ে যাক জমি আমি দেব না ওদের । এই যে হাত দু’টো দেখছো বাবা…’ ব’লে তার কাঁপা কাঁপা শিরা ওঠা হাত দু’টি উঠিয়ে দেখালেন : ‘এ দু’টো হাতে খেতের সমস্ত…
সমুদ্র? না প্রাচীন ময়াল? পৃথিবী বেষ্টন করে শুয়ে আছে। তার খোলা মুখের বিবরে অন্ধকার। জলের গর্জন। ঐ পথে সমস্ত প্রাণীজগৎ নিজের অজান্তে গিয়ে ঢোকে তুমি ওই বনের সীমায় গাছে পিঠ রেখে বসে প্রাণত্যাগ করার মুহূর্তে চোখ স্থির করছো…
আজ যদি আমাকে জিগ্যেস করো : ‘এই জীবন নিয়ে তুমি কি করেছো এতদিন ?’— তাহলে আমি বলবো একদিন বমি করেছিলাম, একদিন ঢোঁক গিলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল রুপান্তরিত হয়েছিল দুধে, একদিন আমাকে দেখেই এক অপ্সরার মাথা ঘুরে…