
উদ্বোধন (ক্ষণিকা – কাব্যগ্রন্থ) কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গা রে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে– তাহাদেরি গান গা রে আজি প্রাণ ক্ষণিক…