কবি-মাতৃভাষা (কবিতা) – মাইকেল মধুসূদন দত্ত
নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য; তা সবে আমি অবহেলা করি, অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ, বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী। কাটাইনু কত কাল সুখ পরিহরি, এই ব্রতে, যথা তপোবনে তপোধন, অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি, তাঁহার সেবায় সদা সঁপি…