কথোপকথন (৩৫) লোকে বলে শুনি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

-লোকে বলে শুনি সেলায়ে তোমার পাকা হাত

ছুঁচ দিয়ে লেখ কবিতা।

-গোয়েন্দা নাকি আমার যা কিছু লুকানো

জানতে হবে কি সবই তা?

 

-তর্ক কোরো না

জুড়ে দেবে কিনা এখুনিই হৃদপিন্ডের ক্ষতটা।

-দিতে পারি তবে মজুরি পড়বে বিস্তর

জোগাতে পারবে অতটা?

 

-কাজ যদি হয় নিখুঁত, পাবেই মজুরি,

ভেবেছ পালাব গর্তে?

-হৃদপিন্ডের ভিতরে থাকে যে ঝর্ণা

দিতে হবে স্নান করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।