বর্ণমালার ছবি (কবিতা) – অপূর্ব দত্ত Poem Bornomalar chobi

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বর্ণমালার ছবি (কবিতা) - অপূর্ব দত্ত Bornomalar chobi poem Apurba Dutta

 

সেই ছেলেটা, প্যান্টে তালি, হাঁটু অব্দি কাদা

বই খাতা নেই, ইস্কুলও নেই চালচুলো বনবাদাড়।

সেই ছেলেটার বন্ধু পাখি গাছগাছালি আকাশ

দুঃখবিহীন দু’চোখ যেন কাজল দিয়ে আঁকা।

সেই ছেলে রোজ দাঁড়িয়ে দ্যাখে হাপুসহুপুস রোদে

ওর বয়সী বাচ্চারা সব ইস্কুলে যায়, ওদের

ফুটফুটে সাজ, পিঠের ব্যাগে বইখাতা আর খাবার

দেখতে দেখতে সকাল বিকেল সারা দুপুর কাবার।

কাঠকুড়ানি রুগ্ন মায়ের শীর্ণ দু-হাত ধরে

সেই ছেলেটা ঘুমোয়, স্বপ্ন দ্যাখে ঘুমের ঘোরে—

আস্তে আস্তে কালো শ্লেটে ফুটে উঠল রেখা

আজ আম কর খল আ-কার ই-কার এ-কার।

দেখতে দেখতে বর্ণমালা রূপ নিল এক ছবির

ছবির থেকে মাধুর্য এবং মানুষ থেকে কবি।

সেই ছেলেটার মনে তখন সাগর দেখার খুশি ছলাৎ ছল্

জল পড়ে— পাতা নড়ে— জল পড়ে— জল—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।