Amaborsha kobita Manas Ray Choudhury : অমাবস্যা – মানস রায়চৌধুরী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
অমাবস্যা নিয়ে কবিতা kobikolpolota.in

খোপা খুলে দাঁড়িয়েছো অন্ধকারে তুমি কি বাসনা?
শুনেছি তোমার কথা বহুমুখে । মনে ছিল অন্য এক ছবি
ঘোর লাল বেনারসি, জামরঙ্গা শাড়ির আঁচলা —
সব ভিন্ন মনে হলো। চোখে লাগে শুধু একাকার
বনের স্তম্ভিত শোভা, মাঝরাতে নক্ষত্র বাগান।

বুকে এসো একবার । ছুঁয়ে দেখি কেমন অচেনা
হাসো কিংবা কথা বলো, চারাপাশে জুলুক আগুন ।
‘রয়েছি রক্তের নিচে। তাইতো মাঝে মাঝে হও অমন উন্মাদ।’
এই কথা বলে তুমি মিলালে দৃশ্যের নিরাকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)