Ami khub alpo kichu chai poem আমি খুব অল্প কিছু চাই কবিতা

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না,
মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে
আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না,
কিংবা আমার জন্য রাত জাগা
পাখিও হতে হবে না।
অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে
দেখা করতে হবে না।
কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না।
এত অসীম সংখ্যক ‘না’-এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ করতে হবে;
আমি যখন প্রতিদিন এক বার ‘ভালোবাসি’ বলব
তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে
একটু খানি আদর মাখা গলায় বলবে ‘পাগলি’।