Mom alor britte poem lyrics মােম আলাের বৃত্তে – আরন্যক বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Mom alor britte kobita Aranyak Basu মােম আলাের বৃত্তে - আরন্যক বসু

 

এই, তাের সব আঙুলগুলাে বাড়িয়ে দিবি?

চিবুকের বিষন্নতা, দিবি?

চোখের পাতায় যে নক্ষত্রজল মুক্তো হয়ে গেল!

যে-কথা বলতে পারলি না, দিবি?

চৈত্রের ঝরা পাতা ঠোটদুটো, দিবি?

বিনিময়ে ব্যর্থ কবিতা দেবাে, নিবি না!

তাের বুকের উঠোনে কলাপাতা থেকে খুঁটে

ফ্যানভাত খাব

ফুঁপিয়ে কাঁদব তােকে লুকিয়ে

তােকে মহাকাশে ছুঁড়ে ফের লুফে নেব

জঙ্গলশীর্ষের মগডাল হয়ে!

বেপরােয়া হবি?

 

এই সবুজ পাখি,

তাের মেঘ-রুমালের মতাে এক টুকরাে

মহারণ্য দিবি?

 

জাস্ট, হারিয়ে যাব!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।