Bengali Poetry Se Manjus Dasgupta : সে – মঞ্জুষ দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
 সে আমাকে বুকে চেপে ধরে তার সন্তানের মত
 অলৌকিক অন্ধকার – তবু এক গুপ্ত দ্বার খুলি
 এ কী বনভূমি দেখি – আমলকী বনের ভিতরে
 সহসা হারিয়ে যাই – যাবতীয় যন্ত্রণাকে ভুলি।

 তার পায়ে মাথা রাখলে মনে হয় স্বচ্ছ জলধারা
 বুকের তিমির থেকে যত পাপ যত অনুতাপ
 সহজে মুছিয়ে দেয় গন্ধময় রৌদ্রের প্রকাশ –
 নিকোনা উঠোনাে ভাের – দূরের দেয়ালে বসুধারা

 আমাকে সুন্দর করে, আমাকে সংযত রেখে যায়
 অথচ সে মধ্যরাত্রে চুম্বনে চুম্বনে শিহরিত
 অনিদ্রা পাঠায় – সে কি কামাতুরা প্রচণ্ড স্বৈরিণী?
 আগ্নেয়গিরিতে যেন অগ্ন্যুৎপাত সহসা ঘটায়।

 সে আমার প্রিয়তমা একমাত্র এবং প্রথমা
 কখনাে কবিতা হয় – দুঃখ হয় – কখনাে বা ক্ষমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)