Dol:Shantiniketon kobita Joy Goswami দোল:শান্তিনিকেতন কবিতা জয় গোস্বামী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Dol:Shantiniketon kobita Joy Goswami দোল:শান্তিনিকেতন কবিতা জয় গোস্বামী

 

Bengali Poem, Dol:Shantiniketon kobita lyrics written by Joy Goswami বাংলা কবিতা, দোল:শান্তিনিকেতন লিখেছেন জয় গোস্বামী

 

১.

বকুল শাখা পারুল শাখা

তাকাও কেন আমার দিকে?

 

মিথ্যে জীবন কাটলো আমার

ছাই লিখে আর ভস্ম লিখে –

 

কী ক’রে আজ আবীর দেবো

তোমাদের ওই বান্ধবীকে !

 

২.

শান্ত ব’লে জানতে আমায় ?

কলঙ্কহীন, শুদ্ধ ব’লে ?

কিন্তু আমি নরক থেকে

সাঁতরে এলাম

 

তখন আমার শরীর থেকে

গরম কাদা গড়িয়ে পড়ছে

রক্ত-কাদা

 

হঠাৎ তোমায় দেখতে পেলাম

বালিকাদের গানের দলে

 

সত্যি কিছু লুকোচ্ছি না ।

 

প্রাচীন তপোবনের ধারে

তোমার বাড়ি

 

কখন যাবো ? – ঘুম পাচ্ছে –

বলো কখন মুখ রাখবো

তোমার কোলে !

বারণ করবে ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)