Jodi sporso kori kobita lyrics : যদি স্পর্শ করি – রাজলক্ষ্মী দেবী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
যদি স্পর্শ করি,- তবে সহস্র বর্ষের ব্যবধান, –
অগ্নিবলয়ের মতো,-একে একে পার হবো আগে।
যেন স্পর্শে হৃদয়ের মূল ধ্রুবপদখানি থাকে,
     – বিশ্বাস করি না আমি বিবিধ ঝংকার, ঐকতান।
        ঋজুচোখে দেখতে যদি পাই হৃদয়ের মেরুদেশ,
         অকম্পিত পদে হাঁটি হৃদয়ের বিষুবরেখায়,
         যদি না লুণ্ঠিত হই শত বত্সরের পরিখায়,
         – যদি ছেড়ে দিতে পারি বিবিধ ভণিতা, ছদ্মবেশ।
ততোদিন মুক্ত তুমি, ততোদিন ফেরো ইচ্ছাসুখে,
ততোদিন প্রৌঢ়া হও বাসনার রসদ কুড়িয়ে ।
স্পর্শগুলি আস্বাদন করতে হয় সস্নেহে জুড়িয়ে,
এমন উত্তাপ আছে প্রত্যেক রোমকূপের মুখে ।
        যদি স্পর্শ করি, তবে সহস্র বর্ষের যোগফল
        শূন্য হবে । পার হবো স্বর্গ-নরকের মধ্যপথ ।
        সূর্য-চন্দ্রে ব্যবধান, সে তো শুধু অংগুলিবিঘত ।
        যদি স্পর্শ সত্য হয়,- সোনা হবে লোহার শিকল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)