Kushumer mash kobita Ajit Dutta কুসুমের মাস কবিতা অজিত দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kushumer mash kobita Ajit Dutta কুসুমের মাস কবিতা অজিত দত্ত

 

তুমি ফুল ভালোবাসো ? লাল ফুল ? চোখে যাহা লাগে ?

কঠিন সৌন্দর্যে যার নয়ন সে হয় প্রতিহত ?

তুমি ভালোবাসো ফুল ? শেফালিকা সৌরভ-আনত ?

যে-ফুল ঝরিয়া পড়ে ক্ষীণাঙ্গুলে স্পর্শিবার আগে?

আননে লেগেছে তব কেতকীর সৌরভ-দুকূল ?

হৃদয়ে কি বাজিয়াছে প্রগল্ ভা হেনার উচ্চহাসি ?

তুমি ভালোবাসো ফুল ? কদম্ব সে বরষা-বিলাসী ?

অথবা কুণ্ঠিতা কন্যা অতসীর কোমল মুকুল ?

 

আমিও কুসুমপ্রিয়। আজিকে তো কুসুমের মাস।

মোর হাতে হাত দাও, চলো যাই কুসুম-বিতানে ।

বসিয়া নিভৃত কুঞ্জে কহিব তোমার কানে কানে,

কোন্ ফুলে ভরিয়াছি জীবনের মধু-অবকাশ।

লঘুপদে চলো যাই, কেহ যেন আঁখি নাহি হানে,

নিঃশ্বাসে জাগে না যেন তন্দ্রাস্তব্ধ রাতের বাতাস ৷৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)