Rother Melay Kobita রথের মেলায় – নবনীতা দেবসেন
রথের মেলায় তুমি বলেছিলে সঙ্গে নিয়ে যাবে ।
আমি ভেঁপু কিনবাে রঙচঙে, রথ কিনবাে দুটো ঘােড়া
জোতা, হাঁড়িকুঁড়ি, বুড়ােবুড়ি, কাঁচকড়ার
মেমপুতুল, মুখােশ। হাটসুদ্ধ, কিনে ফেলবে।
এত লম্বা ফর্দ বানিয়ে, আমি একখুবি
পয়সা জমিয়ে বসে রইলুম দাওয়ায়
তুমি ফিরে এসে সঙ্গে করে রথের মেলায়
নিয়ে যাবে।
দাওয়ায় বসে বসে আমার হাত-পাগুলো
লম্বা হয়ে গেলাে, ফর্দটা উড়ে গেলাে হাওয়ায়,
‘আমার খুরিভরা ফুটো পয়সা তােরঙ্গভর্তি মােহর
হয়ে গেলাে-তােমার রথের মেলা থেকে
আমার আর কেনবার কিছু রইলাে না।
এবার আমি দাওয়া ছেড়ে উঠে যাবো।