
বড়ো বেশি দেখা হলো – শঙ্খ ঘোষ
বড়ো বেশি দেখা হলো যা-দেখার পাপে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ভরে যায় ত্রাণহীন নীরন্ধ্র কালিমা। যদিই বাঁচাতে চাও দুই চোখে ঘষে দাও তুঁতে চোখের তারায় দাও তরবারি উদ্দাম লবণ জ্বালাও গন্ধক ধূম হলাহল ধ্বংস করে দাও চেতনা চৈতন্য বোধ লুপ্ত করো…