শঙ্খ ঘোষ

বড়ো বেশি দেখা হলো – শঙ্খ ঘোষ

বড়ো বেশি দেখা হলো যা-দেখার পাপে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ভরে যায় ত্রাণহীন নীরন্ধ্র কালিমা। যদিই বাঁচাতে চাও দুই চোখে ঘষে দাও তুঁতে চোখের তারায় দাও তরবারি উদ্দাম লবণ জ্বালাও গন্ধক ধূম হলাহল ধ্বংস করে দাও চেতনা চৈতন্য বোধ লুপ্ত করো…

Read Moreবড়ো বেশি দেখা হলো – শঙ্খ ঘোষ

সৈকত – শঙ্খ ঘোষ

আজ আর কোনো সময় নেই এই সমস্ত কথাই লিখে রাখতে হবে এই সমস্ত কথাই যে নিঃশব্দ সৈকতে রাত তিনটের বালির ঝড় চাঁদের দিকে উড়তে উড়তে হাহাকারের রুপোলি পরতে পরতে খুলে যেতে দেয় সব অবৈধতা আর সব হাড়পাজরের শাদাধুলো অবাধে ঘুরতে…

Read Moreসৈকত – শঙ্খ ঘোষ

টলমল পাহাড় – শঙ্খ ঘোষ

তোমার মৃত চোখের পাতা ভেঙে উঠে আসছে বাষ্পগহ্বর আর তাকে ঢেকে দিতে চাইছে কোনো অদৃশ্য হাত যখন চারপাশে ফাটলে ফাটলে ভরে গিয়েছে টলমল পাহাড় দৃষ্টিহারা কোটরের প্রগাঢ় কোলে ঝর্ঝর গড়িয়ে নামছে অবিরাম কত নুড়িপাথর আর আমরা হলুদ হতে থাকা শ্বেতকরোটির…

Read Moreটলমল পাহাড় – শঙ্খ ঘোষ

তাই এত শুকনো হয়ে আছো – শঙ্খ ঘোষ

অনেকদিন মেঘের সঙ্গে কথা বলোনি তাই এত শুকনো হয়ে আছো এসো তোমার মুখ মুছিয়ে দিই সকলেই শিল্প খোঁজে রূপ খোঁজে আমাদের শিল্পরূপে কাজ নেই আমরা এখানে বসে দু-একটি মুহূর্তের শস্যফলনের কথা বলি এখন কেমন আছো বহুদিন ছুঁয়ে তো দেখিনি শুধু…

Read Moreতাই এত শুকনো হয়ে আছো – শঙ্খ ঘোষ

ভালোবাসা অর্ধেক স্থপতি – শঙ্খ ঘোষ

যখন এক জীবনের কাজের আমূল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভাবি এইবার তাহলে কোনদিকে যাব যখন এক পা থেকে আরেক পায়ের দূরত্ব মনে হয় অলীক যোজন ছায়ায় ঝাপসা হয়ে-থাকা স্থিরতা যখন মূর্তির কোনো-এক নিরর্থ খণ্ড হাতে তুলে নিয়ে মনে পড়ে কোন্ মূখের…

Read Moreভালোবাসা অর্ধেক স্থপতি – শঙ্খ ঘোষ

যন্ত্রের এপার থেকে – শঙ্খ ঘোষ

যন্ত্রের এপার থেকে কথা বলতে বলতে শব্দগুলি জলস্তম্ভ তোমাকে তারা ছুঁতে পারে না আর তুমিও দেখতে পাও না মুখচ্ছবি কোথায় কীভাবে ভাঙে কেননা কেবলই স্তম্ভ, জল নেই স্নানজল নেই অথবা বালির ঝড় উলটোমুখে ছুটে যাওয়া পথে পথে পেতে রাখা জালগুলি…

Read Moreযন্ত্রের এপার থেকে – শঙ্খ ঘোষ

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।