সেই পদ্মপাতাখানি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সেই পদ্মপাতাখানি ছুঁয়ে আছি তবু।

যতই ফুঁ দাও ঝড়ে নেভাতে পারবে না

মোমের আগুন।

 

এত ভূল কর কেন যোগে ও বিয়োগে?

ত্রিশূলের কতটুকু ক্ষমতা ক্ষতির?

নির্বাসনদণ্ড দিয়ে মুকুট কেড়েছ,

তবু দেখ পৃথিবীর পাসপোর্ট আত্মীয় করেছে।

 

আমার পতাকা উড়ছে

পাখিদের স্বাধীনতা ছুঁয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।