কথোপকথন (৮) উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি।

আজ থেকে তোমাকে ডাকবো

চুল্লী।

কেন জানো? কেবল পোড়াচ্ছ বলে।

সুখের জন্যে হাত পাতলে যা দাও সে তো আগুনই।

উত্তরোত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি।

আজ থেকে আমিও তোমাকে ডাকবো

জল্লাদ।

কেন জান? কেবল হত্যা করছো বলে।

তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ

সে তো ছুরিরই ফলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।