Chuti Poem By Nabaneeta Dev Sen ছুটি – নবনীতা দেবসেন
তােমার জন্যে কী না পারি ? প্রিয় আমার,
আমার যা-কিছু সকলই তােমার জন্যে সাজানাে আছে ।
তােমায় শুধু খুশি দেখবাে বলে আমি কী না
করতে পারি, প্রিয় আমার!
বকুল ফুলের গন্ধ তােমার সয় না বলেছিলে,
আমার উঠোনে প্রপিতামহের বকুল গাছটা
আমি তাই কেটে ফেলেছি। তােমায় খুশি
দেখবাে ব’লে।
রত্ন পেলে হয়তাে তোমার ভালাে লাগবে ভেবে,
দ্যাখে দ্যাখাে আমি আমার শিশুর হৃৎপিণ্ডটা
কোল থেকে কেমন উপড়ে এনেছি, তােমার
রত্নকোষের জন্যে। (এর চেয়ে দামি রত্ন
আমি আর কোথায় পেতাম!) শুধু তােমায়
খুশি দেখবাে বলে।
কিন্তু, কী আশ্চর্য, প্রিয়, মানুষের অন্তরের খেলা!
তবুও আমাকে তুমি ছুটি দিয়ে দিলে ।