Brintohin ekti golap kobita বৃন্তহীন একটি গােলাপ – নবনীতা দেবসেন
কিন্তু, তুমি এখন তাে জানো
বর্ণ গন্ধ ফুলের জঞ্জালে
বুক রেখে কিংবা মুখ রেখে
কোনাে লাভ নেই।
জেনেছো তাে কী করে এসব
সহজেই স্পষ্ট মুছে যায়
হাওয়া, বৃষ্টি, মেঘে বসন্তের সােচ্চার প্রার্থনা
কী করে ফোটায়
শরতের ক্লান্ত শাদা ফুল।
সব চোখ দূরে রেখে এইবার তবে
আদিগন্ত প্রান্তরে দাড়াও।
তােমারই উদ্দেশে জন্ম নিক
বর্ণে গন্ধে তীব্র রাজকীয়
বৃন্তহীন একটি গােলাপ।
Subscribe
0 Comments
Oldest