Ekti bristir sondha kobita lyrics : একটি বৃষ্টির সন্ধ্যা – জয় গোস্বামী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita, Ekti bristir sondha written by Joy Goswami

চোখ, চলে গিয়েছিল, অন্যের প্রেমিকা, তার পায়ে।

যখন, অসাবধানে, সামান্যই উঠে গেছে শাড়ি-

বাইরে নেমেছে বৃষ্টি। লন্ঠন নামানো আছে টেবিলের নীচে, অন্ধকারে

মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা…

 

অন্যায় চোখের নয়। না তাকিয়ে তার কোনো উপায় ছিল না।

সত্যিই ছিল না? কেন?-হুহু করে বৃষ্টিছাট ঢুকে আসে ঘরে

সত্যিই ছিল না? কেন?-কাঁটাতারে ঝাঁপায় ফুলগাছ

সত্যিই ছিল না? কেন?-অনধিকারীর সামনে থেকে

 

সমস্ত লুকিয়ে নেয় নকশা-কাটা লেসের ঝালর…

এখন থেমেছে বৃষ্টি। এখন এ-ঘর থেকে উঠে গেছে সেও।

শুধু, ফিরে আসছে হাওয়া। শুধু, এক অক্ষমের চোখের মতন

মাঝে মাঝে কেঁপে উঠছে টেবিলের তলার লন্ঠন।

 

Ekti bristir sondha kobita lyrics - একটি বৃষ্টির সন্ধ্যা – জয় গোস্বামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)