Chithi elo kobita lyrics by Jibonananda Das : চিঠি এলাে – জীবনানন্দ দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita Lyrics, Chithi elo written by Jibonananda Das

কতাে বছর পরে তােমার চিঠি পেলাম আবার :

এই সকালবেলার রৌদ্রে

আমার হৃদয়ে

বারুণীর কোটি-কোটি সহচরী

তিমির পিঠ থেকে মকরের পিঠে আছড়ে পড়ে

নটরাজ্ঞীদের মতাে

মহান সমুদ্রের জন্ম দিলাে।

 

আমি মুদ্রিত চোখ নিয়ে

তােমাকে অনুভব করি,

মনে হয়, যেন সূর্যাস্তের জাফরান আলােয়

শাদা গােলাপের বাগান ছড়িয়ে রয়েছে মাইলের পর মাইল,

একটা সজনে গাছে নেই,

তাই বিরাট আকাশচিল উড়ে এসে

শূন্য বাতাসের ভিতর আঁকাবাকা ব্যর্থ জ্যামিতির দাগ রেখে গেলাে শুধু,

তারপর দূর নীড়ের দিকে উড়ে গেলাে

হৃদয়ের পানীয়ের দিকে।

এই পৃথিবীর অব্যবহারের দিকে তাকিয়ে

কেমন একটা তুহিন ছিলাে হৃদয়ে :

তােমাকে দেখে ভেঙে গেলাে;

সমুদ্র যখন (শীতের শেষে) আকাশকে ভালােবাসে

শত-শত স্ফীত খােপার প্রেমিকা নারীর জন্ম দেয় সে তার জলের ভিতরে

তাদের সমস্ত ক্ষুধা জড়াে করে

আকাশের পানে গভীরভাবে নিক্ষেপ করে সে :

তােমার উত্তাল গম্বুজের উদ্দেশ্যে

আমার অনুভূতির আলােড়ন-

সেইসব স্ফীত খোপার নারী

তােমার নিস্তব্ধ নীল ভাস্কর্যকে চূর্ণ ক’রে

গুঁড়ােয়-গুঁড়ােয় পৃথিবীর শস্যখেতে ছড়িয়ে দেবে;

হৃদয়ের ভিতর প্রতিভার নব-নব সন্তান কলরব ক’রে উঠবে।

 

Chithi elo kobita lyrics - চিঠি এলাে - জীবনানন্দ দাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)