Parapar kobita poem lyrics পারাপার কবিতা – সুভাষ মুখোপাধ্যায়

আমরা যেন বাংলা দেশের
চোখের দুটি তারা।
মাঝখানে নাক উঁচিয়ে আছে –
থাকুক গে পাহারা।
দুয়ারে খিল।
টান দিয়ে তাই
খুলে দিলাম জানলা
ওপারে যে বাংলাদেশ
এপারেও সেই বাংলা।।

আমরা যেন বাংলা দেশের
চোখের দুটি তারা।
মাঝখানে নাক উঁচিয়ে আছে –
থাকুক গে পাহারা।
দুয়ারে খিল।
টান দিয়ে তাই
খুলে দিলাম জানলা
ওপারে যে বাংলাদেশ
এপারেও সেই বাংলা।।