ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ogo amar ai jiboner sesh poripurnota ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা

 

ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা,

মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা।

সারা জনম তোমার লাগি

প্রতিদিন যে আছি জাগি,

তোমার তরে বহে বেড়াই

দুঃখসুখেকর ব্যথা।

মরণ, আমার মরণ, তুমি

কও আমারে কথা।

 

যা পেয়েছি, যা হয়েছি

যা-কিছু মোর আশা।

না জেনে ধায় তোমার পানে

সকল ভালোবাসা।

    মিলন হবে তোমার সাথে,

    একটি শুভ দৃষ্টিপাতে,

জীবনবধূ হবে তোমার

নিত্য অনুগতা;

মরণ, আমার মরণ, তুমি

কও আমারে কথা।

 

বরণমালা গাঁথা আছে,

আমার চিত্তমাঝে,

কবে নীরব হাস্যমুখে

আসবে বরের সাজে।

সেদিন আমার রবে না ঘর,

কেই-বা আপন, কেই-বা অপর,

বিজন রাতে পতির সাথে

মিলবে পতিব্রতা।

মরণ, আমার মরণ, তুমি

কও আমারে কথা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।