Kuri bochor fire petam jodi kobita কুড়ি বছর ফিরে পেতাম যদি কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kuri bochor fire petam jodi kobita কুড়ি বছর ফিরে পেতাম যদি কবিতা

 

Bengali Poem, Kuri bochor fire petam jodi kobita lyrics written by Mallika Sengupta বাংলা কবিতা, কুড়ি বছর ফিরে পেতাম যদি লিখেছেন মল্লিকা সেনগুপ্ত

 

কুড়ি বছর ফিরে পেতাম যদি

নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি

আমি তখন পঁচিশ বসন্তের

যেন ভিনাস, সাগর থেকে উঠি।

 

কুড়ি বছর ফিরে পেতাম যদি

অন্য কোনও জীবন বেছে নিতাম

ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে

তারায় তারায় উঠত জ্বলে নাম

 

হিলহিলে ত্বক, চেকনাই চোখমুখ

সাজপোশাকে লাগিয়ে দেব তাক

যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ ভোঁ

খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক।

 

নিজের ডাকা স্বয়ংবর সভায়

বেছে নিতাম সুপারম্যান হিরো

অ্যান্টোনিও ব্যান্ডেরাসের দিকে

ছুড়ে দিতাম বসন্তের তিরও।

 

গম্ভীর এই দিদিমণির মুখে

বসিয়ে দিতাম মোনালিসার হাসি

যে কথা আমি বলিনি কোনওদিন

বলে উঠব, তোমায় ভালবাসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)