Ache amar hridoy ache vore lyrics আছে আমার হৃদয় আছে ভরে

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ache amar hridoy ache vore kobita lyrics আছে আমার হৃদয় আছে ভরে কবিতা লিরিক্স

 

আছে আমার হৃদয় আছে ভরে,

এখন তুমি যা খুশি তাই করো।

এমনি যদি বিরাজ’ অন্তরে

বাহির হতে সকলই মোর হরো।

    সব পিপাসার যেথায় অবসান

    সেথায় যদি পূর্ণ করো প্রাণ,

    তাহার পরে মরুপথের মাঝে

    উঠে রৌদ্র উঠুক খরতর।

 

এই যে খেলা খেলছ কত ছলে

এই খেলা তো আমি ভালবাসি।

এক দিকেতে ভাসাও আঁখিজলে,

আরেক দিকে জাগিয়ে তোল’ হাসি।

    যখন ভাবি সব খোয়ালাম বুঝি

    গভীর করে পাই তাহারে খুঁজি,

    কোলের থেকে যখন ফেল’ দূরে

    বুকের মাঝে আবার তুলে ধর’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।