অজয় ভট্টাচার্য

Jodi dokhina pobon kobita : যদি দখিনা পবন – অজয় ভট্টাচার্য

যদি দখিনা পবন আসিয়া ফিরে গো দ্বারে , বাদল-ব্যাকুল বনে পাবে কি খুঁজিয়া তারে ? যদি এ চাঁদিনী-রাতে নিদ্ নামে আঁখি-পাতে প্রভাতে চাহিয়া চাঁদে ভাসিবে নয়ন-ধারে । যে-কথা কহিতে বাধে, যে-ব্যথা পরানে কাঁদে, আজ না কহিলে প্রিয় কহিবে কবে সে…

Read MoreJodi dokhina pobon kobita : যদি দখিনা পবন – অজয় ভট্টাচার্য

আজো নয়, প্রিয় আজো নয় – অজয় ভট্টাচার্য

আজো নয়, প্রিয় আজো নয়, বিরহী কপোতী আজিও কাঁদিছে,    ওঠেনি সে চাঁদ মায়াময় ।। আজিকার বাঁশি জানে শুধু কাঁদা ফাগুনের সুরে হয়নি সে সাধা, দখিনার বাণী এখনো পায়নি    মোর কুঞ্জের কিশলয় ।। ছিল ভালে মোর একি হায়, মনের…

Read Moreআজো নয়, প্রিয় আজো নয় – অজয় ভট্টাচার্য

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।