Jodi dokhina pobon kobita : যদি দখিনা পবন – অজয় ভট্টাচার্য
যদি দখিনা পবন আসিয়া ফিরে গো দ্বারে , বাদল-ব্যাকুল বনে পাবে কি খুঁজিয়া তারে ? যদি এ চাঁদিনী-রাতে নিদ্ নামে আঁখি-পাতে প্রভাতে চাহিয়া চাঁদে ভাসিবে নয়ন-ধারে । যে-কথা কহিতে বাধে, যে-ব্যথা পরানে কাঁদে, আজ না কহিলে প্রিয় কহিবে কবে সে…