Bimolar oviman kobita lyrics বিমলার অভিমান কবিতা নবকৃষ্ণ ভট্টাচার্য

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Bimolar oviman kobita lyrics বিমলার অভিমান কবিতা নবকৃষ্ণ ভট্টাচার্য

 

Bangla Kobita, Bimolar oviman written by Nabakrishna Bhattacharya বাংলা কবিতা, বিমলার অভিমান লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য

 

     খাব না তাে আমি –

দাদাকে অতটা ক্ষীর,                 অতখানা অবনীর,

আমার বেলাই বুঝি, ক্ষীর মাত্র নাম-ই?

      খাব না তাে আমি!

 

ফুল আনিবার বেলা, ‘যা বিমলা যা,

পূজা করি, দাও এনে, সােনামনি মা’;

কাদিলে দুরন্ত খােকা রাখা তারে ভার,

তার বেলা, ‘ও বিমলা, নে মা একবার;

‘ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে,

যা মা একবার, গিয়ে দে তাে মা তাড়িয়ে;

‘দাদা বসিয়াছে খেতে দাও তাে মা নুন’;

‘পানটা যে বড়াে ঝাল, দে মা এনে চুন;

 

  যার যত ফরমাস সব তুমি করাে,

তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরাে

খাবারটি আসে যেই.              আর তারে মনে নেই

 তার বেলা রাধু মাধু রামী বামী শ্যামী

           খাব না তাে আমি!

 

  দাদা বড়াে, বেশি বেশি খাবে দাদা তাই,

অবু বেশি খাবে— আহা, সেটি ছােটো ভাই;

দু ধারে সােনার চুড়াে,                মাঝেতে ছাইয়ের নুড়াে

   তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই—

       খাব না তাে আমি!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)