Ajob lorai kobita Sukanta Bhattacharya আজব লড়াই কবিতা সুকান্ত ভট্টাচার্য

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Ajob lorai kobita Sukanta Bhattacharya আজব লড়াই কবিতা সুকান্ত ভট্টাচার্য

 

Bengali Poem, Ajob lorai written by Sukanta Bhattacharya বাংলা কবিতা, আজব লড়াই লিখেছেন সুকান্ত ভট্টাচার্য

 

ফেব্রুয়ারী মাসে ভাই, কলকাতা শহরে

ঘটল ঘটনা এক, লম্বা সে বহরে!

লড়াই লড়াই খেলা শুরু হল আমাদের,

কেউ রইল না ঘরে রামাদের শ্যামাদের;

রাস্তার কোণে কোণে জড়ো হল সকলে,

তফাৎ রইল নাকো আসলে ও নকলে,

শুধু শুনি ‘ধর’ ‘ধর’ ‘মার’ ‘মার’ শব্দ

যেন খাঁটি যুদ্ধ এ মিলিটারী জব্দ।

বড়রা কাঁদুনে গ্যাসে কাঁদে, চোখ ছল ছল

হাসে ছিঁচকাঁদুনেরা বলে, ‘সব ঢাল জল’।

ঐ বুঝি ওরা সব সঙ্গীন উঁচোলো,

ভয় নেই, যত হোক বেয়নেট ছুঁচোলো,

ইট-পাটকেল দেখি রাখে এরা তৈরি,

এইবার যাবে কোথা বাছাধন বৈরী!

ভাবো বুঝি ছোট ছেলে, একেবারে বাচ্চা!

এদের হাতেই পাবে শিক্ষাটা আচ্ছা;

ঢিল খাও, তাড়া খাও, পেট ভরে কলা খাও,

গালাগালি খাও আর খাও কানমলা খাও।

জালে ঢাকা গাড়ি চড়ে বীরত্ব কি যে এর

বুঝবে কে, হরদম সামলায় নিজেদের।

বার্মা-পালানো সব বীর এরা বঙ্গে

যুদ্ধ করছে ছোট ছেলেদের সঙ্গে;

ঢিলের ভয়েতে ওরা চালায় মেশিনগান,

“বিশ্ববিজয়ী” তাই রাখে জান, বাঁচে মান।

খালি হাত ছেলেদের তেড়ে গিয়ে করে খুন;

সাবাস! সাবাস! ওরা খেয়েছে রাজার নুন।

 

ডাংগুলি খেলা নয়, গুলির সঙ্গে খেলা,

রক্ত-রাঙানো পথে দু’পাশে ছেলের মেলা;

দুর্দম খেলা চলে, নিষেধে কে কান দেয়?

ও-বাড়ি ও ও-পাড়ার কালো, ছোটু প্রাণ দেয়।

স্বচে দেখলাম বস্তির আলী জান,

‘আংরেজ চলা যাও’ বলে ভাই দিল প্রাণ।

 

এমন বিরাট খেলা শেষ হল চটপট

বড়দের বোকামিতে আজো প্রাণ ছটফট;

এইবারে আমি ভাই হেরে গেছি খেলাতে,

ফিরে গেছি দাদাদের বকুনির ঠেলাতে;

পরের বারেতে ভাই শুনব না কারো মানা,

দেবই, দেবই আমি নিজের জীবনখানা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)