Deshlai kathi kobita poem lyrics দেশলাই কাঠি কবিতা – সুকান্ত ভট্টাচার্য

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Deshlai kathi kobita poem lyrics দেশলাই কাঠি কবিতা - সুকান্ত ভট্টাচার্য

 

Bangla Kobita, Deshlai kathi written by Sukanta Bhattacharya বাংলা কবিতা, দেশলাই কাঠি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য

 

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি

এত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃ

তবু জেনো

মুখে আমার উসখুস করছে বারুদ-

বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;

আমি একটা দেশলাইয়ের কাঠি।

 

মনে আছে সেদিন হুলস্থূল বেধেছিল?

ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন-

আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়!

কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,

কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ

আমি একাই- ছোট্ট একটা দেশলাই কাঠি।

 

এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে

তবুও অবজ্ঞা করবে আমাদের?

মনে নেই? এই সেদিন-

আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে;

চমকে উঠেছিলে-

আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ।

 

আমাদের কী অসীম শক্তি

তা তো অনুভব করেছ বারংবার;

তবু কেন বোঝো না,

আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে,

আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব

শহরে, গঞ্জে , গ্রামে- দিগন্ত থেকে দিগন্তে।

আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায়

তা তো তোমরা জানোই!

কিন্তু তোমরা তো জানো না:

কবে আমরা জ্বলে উঠব-

সবাই শেষবারের মতো!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)