কথোপকথন (১৯) একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি ।

সেদিন ছিল বেস্পতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘুর্ণিঝড়

আমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ ষ্ট্রীটে দেখা হতেই, এই যে শুভঙ্কর

কেমন আছিস, এটা ওটা দু-দশ কথার পর

আসল প্রশ্ন, এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ?

ইদানিং যা লেখা-টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় ।

নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি।

অমিতাভ, তুমি জানই, পলিটিকসে নিবেদিত প্রাণ

তাই তাকে বললাম

নন্দিনীকে ধরিস যদি প্রকান্ড বিপ্লব

আমি হলাম তার ভিতরের দাবি-দাওয়ার উচ্চাকাংক্ষী স্লোগান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।