Balikader gaan Bangla kobita বালিকাদের গান – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ধানের ক্ষেতে, ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল।
আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল।।
ঘাটটি জুড়ে, গাছটি বেড়ে, ফুটল ফুলের দল।
আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল।।
বিনোদ বেশে মুচকে হেসে, খুলব হাসির কল।
কলসি ধরে, গরব করে বাজিয়ে যাব মল।।
আয় আয় সই, জল আনিগে জল আনিগে চল।।
গহনা গায়ে, আলতা পায়ে, কল্কাদার আঁচল।
ঢিমে চালে, তালে তালে, বাজিয়ে যাব মল।
আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল।।
যত ছেলে, খেলা ফেলে,ফিরছে দলে দল।
কত বুড়ি, জুজুবুড়ি, ধরবে কত ছল।
আমরা মুচকে হেসে, বিনোদ বেশে বাজিয়ে যাব মল।
আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল।।