Bangabhum poem lyrics বঙ্গভূম কবিতা – শরৎকুমার মুখোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bangabhum kobita poem lyrics বঙ্গভূম কবিতা - শরৎকুমার মুখোপাধ্যায়

 

ত্যামুন দিন কবে আসবেক

যখুন গরুড় বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা-লক্ষী শুধাবেন

উদিক উটা কী দেশ গ’;

লদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান

কাল-কাল মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে।

 

অন্তরযামী, লারায়ণ মিটিমিটি হাসবেন।

শুধাবেন, ‘তুমার মনে লাই

কতবার এইচ ইদিকে, তুমার মনে লাই

কত পুজা লিউচ

ই হল বঙ্গভূম।

বান হইছিল, উরা বাঁধ বাঁধল

লদী শুকাইছিল, এখুন কেলান হইচে,

বচ্ছরে তিন-তিনবার ধান উঠে। দেখ ক্যানে

লতুন দালান হইচে কত। উদের আর কষ্ট লাই।

বিকালের সোনার পারা লহর

উই শুন- টিকটিক টিকটিক করি শব্দ উঠে-

বল দিনি, উ কিসের শব্দ?’

‘কী জানি।’ মা-লক্ষী অবাক হই তাকান।

‘মানুষ এখুন কাজ করি ফিরছে।

শিশুরা পড়া করি ফিরছে।

উ মুড়ি খাওয়ার শব্দ বটে; দুধে ভিজাই মুড়ি খায়

বঙ্গভূমের মানুষ!’

 

হায়, ত্যামুন দিন কবে আসবেক গ’? কবে আসবেক?

দুধ পাবেক, পেট ভর মুড়ি পাবেক পোড়া দেশের মানুষ!

ত্যামুন দিন কবে আসবেক গ’?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।