বাণী নিয়োগী

Hay mon kobita Bani Niyogi : হায় মন – বাণী নিয়োগী

হায় মন!অসময়ে কেন যে ব্যাকুল হোস্ ?সবেরই ত’ রয়েছে সময় ।নিবিড় নিঝুম রাতনিদ্রিত বিশ্ব চরাচর ।একা তুই জেগে বসেকোন পলাতক প্রেমিকের       চিন্তায় বিভোর –যে তোর বিনিদ্র চোখে        দিয়ে চুম –এনে দিত ঘুম ?

Read MoreHay mon kobita Bani Niyogi : হায় মন – বাণী নিয়োগী

Koto kichu to bolar thake kobita : কত কিছু বলার ত’ থাকে – বাণী নিয়োগী

কত কিছু বলার ত’ থাকে ।সব কথা বলা হয় কবে ?ঝরে পাতা পাতার মতনকথা গুলি ঝরে পড়ে যাবে ।কত কথা প্রিয় হ’য়ে ফোটে,হয় মন আনন্দেতে ভরা,সেই প্রিয় কথা গুলি  দিয়েজীবনটা হোক তবে গড়া,শুধু ভালবাসা আর শুধু শুভ ভাবনাসকলের তরে হোক…

Read MoreKoto kichu to bolar thake kobita : কত কিছু বলার ত’ থাকে – বাণী নিয়োগী

Pata gulo sunyo hole kobita : পাতা গুলো শূন্য হ’লে – বাণী নিয়োগী

পাতা গুলো শূন্য হ’লেকেমন দেখায় বলো ।কিছু কথা, কিছু গানে   শূন্য – পূর্ণ হ’লো ।“হলো” কি গো ? হবে , হবে ।     চিন্তা কিছু নাই ।যখন কিছু মনে হবেলিখব বসে তাই ।

Read MorePata gulo sunyo hole kobita : পাতা গুলো শূন্য হ’লে – বাণী নিয়োগী

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।