
উট – ভাস্কর চক্রবর্তী
আমিও তোমার সঙ্গী—বালির ওপর দিয়ে চলেছি সারাজীবন লম্বা গলা—উৎসবহীন ম্লান চোখে— শোনো, আমি জেগেছি অনেক রাত—লিখেছি বোকার মতো অনেক কবিতা— তোমার আছে কি ম্যানেজার? আমি দেবো, আরও কাঁটাগাছ, আধুলি ভাঙিয়ে—অথবা দুপুরবেলা হোটেলের রান্নাঘরে উঁকি দেবো তোমার আমার জ্বর সন্ধেবেলা চেয়ে…