Polatoka poem Jibanananda Das পলাতকা কবিতা – জীবনানন্দ দাশ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Polatoka kobita Jibanananda Das পলাতকা কবিতা - জীবনানন্দ দাশ

 

পাড়ার মাঝারে সবচেয়ে সেই কুঁদুলি মেয়েটি কই !

কততদিন পরে পল্লীর পথে ফিরিয়া এসেছি ফের-

সারাদিনমান মুখখানি জুড়ে ফুটতাে যাহার খই

কই-কই বালা আজিকে তােমার পাই না কেন গাে টের !

 

তােমার নখের আঁচড় আজিও লুকায়ে যায়নি বুকে,

কাঁকন-কাঁদানাে কণ্ঠ তােমার আজিও বাজিছে কানে !

যেই গান তুমি শিখায়ে দিছিলে মনের সারিকা-শুকে

তাহারি ললিত লহরী আজিও বহিয়া যেতেছে প্রাণে !

 

কই বালা কই !– প্রণাম দিলে না !– মাথায় নিলে না ধূলি !

বহুদিন পরে এসেছি আবার বনতুলসীর দেশে !

কুটিরের পথে ফুটিয়া রয়েছে রাঙা-রাঙা জবাগুলি-

উজান নদীতে কোথায় আমার জবাটি গিয়েছে ভেসে।

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।