Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Bolo bolo bolo sobe lyrics Atul Prasad Sen বল, বল, বল সবে – অতুলপ্রসাদ সেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Bolo bolo bolo sobe lyrics Atul Prasad Sen বল, বল, বল সবে - অতুলপ্রসাদ সেন

 

Bengali Poem, Bolo bolo bolo sobe, shoto bina benu robe kobita (Song) lyrics written by Atul Prasad Sen বাংলা কবিতা (গান/গীতিকবিতা) বল, বল, বল সবে শত বীণা-বেণু-রবে লিখেছেন অতুলপ্রসাদ সেন

 

বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,

ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে।

ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,

নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে!

আজও গিরিরাজ রয়েছে প্রহরী,

ঘিরি তিনদিক নাচিছে লহরী,

যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃতবাহিনী।

প্রতি প্রান্তর, প্রতি গুহা বন,

প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরব-কাহিনী।

বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী,

সতি সাবিত্রী সীতা অরুন্ধতী,

বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি।।

ভোলেনি ভারত, ভোলেনি সে কথা,

অহিংসার বাণী উঠেছিল হেথা,

নানক, নিমাই করেছিল ভাই, সকল ভারত-নন্দনে।।

ভুলি ধর্ম-দ্বেষ জাতি-অভিমান,

ত্রিশকোটি দেহ হবে এক প্রাণ, একজাতি প্রেম-বন্ধনে।।

মোদের এ দেশ নাহি রবে পিছে,

ঋষি-রাজকুল জন্মেনি মিছে,

দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে।।

আসিবে শিল্প-ধন-বাণিজ্য,

আসিবে বিদ্যা-বিনয়-বীর্য, আসিবে আবার আসিবে।।

এস হে কৃষক কুটির-নিবাসী,

এস অনার্য গিরি-বনবাসী,

এস হে সংসারী, এস হে সন্ন্যাসী, —মিল হে মায়ের চরণে।।

এস অবনত, এস হে শিক্ষিত,

পরহিত-ব্রতে হইয়া দীক্ষিত, —মিল হে মায়ের চরণে।

এস হে হিন্দু, এস মুসলমান,

এস হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান্, —মিল হে মায়ের চরণে।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)