কথোপকথন (৪১) বৃক্ষের বল্কল দেখে মনে হয় – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

– বৃক্ষের বল্কল দেখে মনে হয় যেন আমাদের

কথোপকথনগুলো যাতে না হারায়

আশ্চর্য হরফে লিখে রেখেছে উল্কির মতো নিজের গায়।

পৃথিবীর বৃক্ষগুলো মানুষের গোপনীয়তম

সমস্ত সংবাদ জানে, এমনকি তোমাকে যা কখনো বলিনি

হৃদয়ের সেই সব তূর্যনাদ আর্তনাদও জানে।

 

– নভোমন্ডলের দিকে চেয়ে থেকে ঠিক এরকমই

ভেবেছি আমিও। কোন গোপন আলমারি ঘেঁটে-ঘুঁটে

তোমাকে যেসব চিঠি লিখেছি, যা কখনো লিখিনি

নক্ষত্র-অক্ষরে যেন ছাপিয়ে রেখেছে তার সব

অভ্রকণা, অশ্রুকণাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।