Ekhon juddho prithibir songe এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে – বুদ্ধদেব বসু
এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে, এই পৃথিবীর। একদিকে আমি, অন্যদিকে তােমার চোখ স্তব্ধ, নিবিড়; মাঝখানে আঁকাবাঁকা ঘাের-লাগা রাস্তা এই পৃথিবীর। আর এই পৃথিবীর মানুষ তাদের হাত বাড়িয়ে লাল রেখা আঁকতে চায়, তােমার থেকে আমাকে ছাড়িয়ে জীবন্ত, বিষাক্ত সাপের মত…