Gaan kobita Budhadeb Basu : গান – বুদ্ধদেব বসু

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
চোখে চোখ পড়েই যদি, নিয়াে না চোখ ফিরিয়ে,
নিয়াে না চোখ নামিয়ে রাখাে এই – একটুখানি।
সীমাহীন এক নিমেষে – খােলা ঐ জানলা দিয়ে
কী আছে তােমার মনে – যা আছে, সব দেখে নি।
 বােলাে না, একটু সময় – দু’টি চোখ – এমন কী আর!
গালে লাল রঙ এনাে না, তােমাকে মানায় না তা,
ও দেখুক ভােরের আকাশ, এ দেখুক রাতের আঁধার –
আমার এ একটু সময় কালাে চোখ, কোমল পাতা,
 কালাে চোখ আলােক – ভরা, ছায়াময় কোমল পাতা,
আলাে আর ছায়ার ছবি – ঝিকিমিক আমার চোখে,
নিয়াে না চোখ ফিরিয়ে – যা বলে বলুক লােকে –

চোখে চোখ পড়বে যখন।

মুখে মুখ রাখিই যদি, এমন আর দোষ কী, বলাে?
মনেরে যায় না ছোঁয়া, কেমনে চাখবাে তারে।
দু’টি ঠোট – ফুরফুরে ঠোট, টুকটুক-রঙিন হলো,
 ঠোকরাই পাখির মতাে খুটখুট চার কিনারে।

চারদিক ঠুকরিয়ে খাই, দুটি ঠোট ফলের মতাে,
 ঐ মুখ ফুলের মতাে ফুটেছে আমার পানে;
 খুলে দাও চুলের বােঝা ঝপাঝপ ইতস্তত,
ফুটফুট নরম বুকে টেনে নাও বাহুর টানে।
টেনে নাও আমায় তুমি ফুটফুট নরম বুকে,
হৃদয়ের গােপন কথা ঢিপঢিপ নরম বুকে,
শােননা ঐ কইছে কথা হৃদয়ের সঙ্গে হৃদয়!
 গড়িয়ে পায়ের নিচে বয়ে যায় অসীম সময়-

মুখে মুখ রাখলে পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)