দু-চার বছর – তারাপদ রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

দু-চার বছর
– তারাপদ রায় Du-char bochor Poem Tarapada Ray

 

মাঝে মধ্যে দেখা হবে। মাঝে মধ্যে চোখের আড়ালে

দু-চার বছর কিংবা ধরো সেই জীবনানন্দের

জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার ;

এইভাবে ঝরা পাতা, হেমন্তের নরম বাতাস

কিছু বৃষ্টি, কুয়াশা ও জল, কিংবা জলের মতন

চলে যাবে দিন ও সময়, সময় ও ভালোবাসা।

 

ভালোবাসা? হয়তো বা কোনোদিন তবুও যাবে না,

দু-চার বছর কিংবা তারো পরে হঠাৎ হঠাৎ

দেখা হবে, ঢেউয়ের শব্দের মতো বুকের ভিতরে

এক স্বচ্ছ করতোয়া, অবলীলাক্রমে তার জলে

ভেসে গেছে আমাদের তোমাদের আমার তোমার

কথাবার্তা দিন রাত্রি, তবু আজো দু-চার বছর।

 

দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যাবে,

দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।