Fera kobita Mandacranta Sen ফেরা – মন্দাক্রান্তা সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
একজন কাজে যায়
কাজ থেকে ফিরে
আসে ফের অলিখিত কবিতার তীরে
আগে যা-যা লিখেছিল
ভুলে যায় সব
মনে করে রাখা অসম্ভব
অথচ ওগরানোও যায় না,
গিলে ফেলতে হয় ধীরে ধীরে
সাপের জিভের মতো
সত্তাখানি গেছে তার চিরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।