Jeno keu montri hoye kobita : যেন কেউ মন্ত্রী হয়ে – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita Lyrics, Jeno keu montri hoye written by Birendra Chattopardhyay

 

যেন কেউ মন্ত্রী হয়ে এইসব মানুষের প্রেম, মানবতা

কিনে নেয়, যেন দুর্ভিক্ষের বাংলা মন্ত্রীদের সােনার থালায়

পায়েস খাওয়াবে ব’লে এই সব খবরের কাগজের বার্তাবহদের

জলশাঘরে হাতছানি দিয়ে ডাকে।

 

এরা ভুলে যায়

দু’দিন আগেও অন্য প্রভুদের বাহবায় কীভাবে কেটেছে ভাের থেকে সন্ধ্যা।

ভুলে যায় বিশ বছর জন্মভূমির দিকে পিঠ রেখে অন্ধকার রাত্রির আড়ালে

গুপ্তচর, খুনী, গুণ্ডাদের সঙ্গে খানাপিনা, যখন তখন ককটেল পাটি ;

অতি-ভােজনের শেষে কীভাবে সামলাতে হ’তাে ছিড়ে যাওয়া প্যান্টের বােতাম।

 

এরা খবরের কাগজের সাংবাদিক :

ভুলে যায়, নিরন্নের বাংলাদেশ মন্ত্রীর মুখের শােভা নয়, অন্ন চায়…

ভুলে যায়, বাংলার মানুষ আজ আগুনের পথ হাঁটছে।

 

কবিতাঃ যেন কেউ মন্ত্রী হয়ে।

কবিঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

 

Jeno keu montri hoye kobita যেন কেউ মন্ত্রী হয়ে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)