Buker bangla bhasha kobita lyrics বুকের বাংলা ভাষা – অমিতাভ দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Buker bangla bhasha kobita lyrics বুকের বাংলা ভাষা - অমিতাভ দাশগুপ্ত

 

21 February Bangla Kobita Lyrics, Buker bangla bhasha written by Amitabh Dasgupta [বাংলা কবিতা, বুকের বাংলা ভাষা লিখেছেন অমিতাভ দাশগুপ্ত]

 

ত দূরেই যাচ্ছি

তোদের পায়ের শব্দ পাচ্ছি।

তোরা আমার সঙ্গ ছাড়িস না,

আঁচল পেতে আছেন বসে

ঐ আমাদের মা,

একজোটে ঐ দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাবো

খুঁদকুড়ো যা পাই, সব্বাই খাবো।

 

মাটি এখন জংলা

ঐখানে ঠায় আছেন বসে

দুঃখিনী মা বাংলা,

মায়ের দুধের মতন সরল ভাষা,

এবার থেকে হোক আমাদের নিত্যি যাওয়া-আসা।

যাচ্ছি মানে আসছি

দূর থেকে কার পায়ের শব্দ শ্রবণে টের পাচ্ছি।

 

যতই আকাশ গর্জায়,

তোদের আমার অস্থি মাংস মজ্জায়

ফিনিক দিয়ে উঠছে তবু

বুকের বাংলা ভাষা-

এবার থেকে ঐখানে হোক নিত্যি যাওয়া-আসা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)